Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

আমাদের সম্পর্কে : আমাদের অর্জন সমুহ

আমাদের অর্জন সমুহঃ

বাংলাদেশের জনগণের প্রানিজ পুষ্টির চাহিদা পূরণ, কর্মসংস্থান, খাদ্য নিরাপত্তা, দারিদ্রবিমোচন ও রপ্তানি আয় বৃদ্ধিতে মৎস্য খাতের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ । দেশের মানূষের প্রানিজ আমিষের শতকরা ৬০ ভাগ আসে মাছ থেকে । আমাদের মোট দেশজ উৎপাদন অর্থাৎ জিডিপি এর ২.৫ শতাংশ অর্জিত হয় মৎস্য সেক্টর হতে (২০২১-২২ অর্থ বছর)। কৃষিজ জিডিপিতে এ সেক্টরের অবদান ২২.১৪ শতাংশ । দেশের প্রায় ১২ শতাংশেরও বেশী লোক মৎস্য সেক্টরের বিভিন্ন কার্যক্রমের সংগে প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে নিয়োজিত থেকে জীবিকা নির্বাহ করে । ২০২১-২২ অর্থ বছরে প্রায় ৭৪০৪২ মেঃটনঃ মৎস্য ও মৎস্যজাত পন্য রপ্তানি করে ৫১৯১ কোটি টাকার বৈদেশিক মুদ্রা অর্জিত হয়েছে । ২০০৮-০৯ অর্থ বছরে মাছের উৎপাদন ছিল ২৭.০১ লক্ষ মেঃ টন সেখানে ২০২১-২২ অর্থ বছরে মাছের উৎপাদন হয়েছে ৪৭.৫৮ লক্ষ মেট্রিক টন । ২০০৮-০৯ অর্থ বছরে ইলিশের উৎপাদন ছিল ৩.০৮ লক্ষ মেট্রিক টন ২০২১-২২ অর্থবছরে ইলিশের উৎপাদন বহুলাংশে বৃদ্ধি পেয়ে ৫.৬৭ লক্ষ মেঃটনে উন্নীত হয়েছে। ইলিশ কেবল দেশের নয়, এটি জি.আই পণ্য হিসেবে স্বীকৃতি পেয়েছে । তাছাড়া বর্তমানে মাথাপিছু দৈনিক ৬০ গ্রাম মাছের চাহিদার বিপরীতে মাথাপিছু দৈনিক প্রাপ্যতার পরিমান ৬৭ গ্রাম। মাছ উঃপাদনে বাংলাদেশ এখন স্বয়ংসম্পূর্ণ ।

                                 মাছ উৎপাদনে বাংলাদেশের সাফল্যসমূহ:

ক্রমিক নং বিবরণ অর্জন মন্তব্য
ইলিশ মাছের জিআই সনদ প্রপ্তি
Ilish GI Goods.pdf

বাগদা চিংড়ির জিআই সনদ প্রপ্তি
Bagda GI Certificate.pdf

ইলিশ মাছ উৎপাদনে
প্রথম
স্বাদুপানির মাছ উৎপাদনে
তৃতীয়
চাষকৃত মাছ উৎপাদনে
তৃতীয়