Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

কী সেবা কীভাবে পাবেন

কী সেবা কীভাবে পাবেনঃ

কী সেবা পাবেনঃ

(১) জেলার বিদ্যমান জলাশয়ের সুষ্ঠু ব্যবস্থাপনার লক্ষ্যে কারিগরি পরামর্শ প্রদান করা হয়।

(২) ব্যক্তি বা প্রতিষ্ঠানকে মৎস্য বিষয়ক প্রকল্প প্রনয়ন ও বাস্তবায়নে সহায়তা প্রদান করা হয়।

(৩) জেলার মৎস্য বিষয়ক সার্বিক তথ্যাদি সংগ্রহ, সংরক্ষণ ও সরবরাহ করা হয়।

(৪) উপজেলা মৎস্য দপ্তর প্রণীত মৎস্য বিষয়ক উন্নয়ন প্রকল্পের কারিগরি সম্ভাব্যতা যাচাই পূর্বক বাস্তবায়নে প্রয়োজনীয় পরামর্শ প্রদান করা হয়।

(৫) উপজেলা পর্যায়ে বাস্তবায়িত মৎস্য বিষয়ক সকল কর্মকান্ড তদারকি, পর্যালোচনা ও  এতদবিষয়ে প্রয়োজনীয় পরামর্শ প্রদান করা হয়।

(৬) প্রাকৃতিক উৎস হতে রেণু পোনা সংগ্রহে সরকারী বিধি মোতাবেক লাইসেন্স প্রদান করা হয়।

(৭) সরকারী বিধি মোতাবেক মৎস্য খাদ্য উৎপাদন, প্রক্রিয়াকরণ, পরিবহন এবং বিক্রয়ের জন্য লাইসেন্স প্রদান করা হয়।

(৮) মৎস্য হ্যাচরীর লাইসেন্স প্রদান করা হয়।

(৯) জেলা মৎস্য বিষয়ক ও প্রাতিষ্ঠানিক সমস্যা চিহ্নিত করা এবং সমাধান কল্পে ব্যবস্থা গ্রহন করা হয়।

(১০) মৎস্য অধিদপ্তরীয় বিভিন্ন উন্নয়ন প্রকল্পের প্রকল্প দলিলে বর্ণিত দায়িত্ব পালন করা হয়।

 

সেবা কীভাবে পাবেনঃ

সিনিয়র উপজেলা/উপজেলা মৎস্য কর্মকর্তার দপ্তর, খামার ব্যবস্থাপকের দপ্তর এবং জেলা মৎস্য কর্মকর্তার দপ্তর থেকে উক্ত সেবা পাওয়া যাবে।

সেবার বিবরণ ও প্রদানের সময়সীমাঃ

ক্রমিক নং

সেবাসমূহ

সেবা গ্রহণকারী

( ক্লায়েন্ট)

সেবা প্রদানের সময়সীমা

মৎস্য চাষ বিষয়ক প্রকল্প/বিষয় ভিত্তিক প্রশিক্ষণ/ মত বিনিময সভা আয়োজনের মাধ্যমে সম্প্রসারণ সেবা প্রদান।

উদ্যোক্তা/মৎস্যজীবী/মৎস্য চাষী

অফিস সময়ে

জেলার সার্বিক মৎস্য উৎপাদন বৃদ্ধির কার্যকর ব্যবস্থা/পরিকল্পনা গ্রহণের মাধ্যমে জনগনকে পুষ্টি যোগানে সহায়তা প্রদান।

উদ্যোক্তা/মৎস্যজীবী/মৎস্য চাষী

অফিস সময়ে

মৎস্য সম্পদ সংরক্ষণে সচেতন ও উদ্বুদ্ধকরণ কার্যক্রম বিষয়ক সেবা প্রদান।

উদ্যোক্তা/মৎস্যজীবী/মৎস্য চাষী

অফিস সময়ে

অফিসে আগত মৎস্যচাষীদের মৎস্য চাষ বিষয়ক পরামর্শ সেবা প্রদান।

উদ্যোক্তা/মৎস্যজীবী/মৎস্য চাষী

অফিস সময়ে

উপজেলা মৎস্য দপ্তর ও মৎস্য বীজ উৎপাদন খামারের মাধ্যমে মাছ ও চিংড়ি প্রদর্শনী খামার স্থাপনে সহায়তা সেবা প্রদান।

উদ্যোক্তা/মৎস্যজীবী/মৎস্য চাষী

অফিস সময়ে

মৎস্য চাষ সম্প্রসারণের লক্ষ্যে/ প্রতিষ্ঠানকে মৎস্য ঋণ প্রাপ্তিতে সহায়তা সেবা প্রদান।

ব্যক্তি/প্রতিষ্ঠান

অফিস সময়ে

মৎস্য চাষের আধুনিক উপকরণ ও যন্ত্রপাতি সংগ্রহে সংশি­ষ্ট জনগনকে সহায়তা সেবা প্রদান।

ব্যক্তি/প্রতিষ্ঠান

অফিস সময়ে

বাণিজ্যিক ভিত্তিতে জনগনকে মাছ চাষে উদ্বুদ্ধকরণ ও কারিগরি সহায়তা সেবা প্রদান।

মৎস্যচাষী/ উদ্যোক্তা

অফিস সময়ে

দেশী প্রজাতির মৎস্য সংরক্ষণ ও সম্প্রসারণে সহায়তা  সেবা প্রদান।

মৎস্য চাষী/উদ্যোক্তা /জনগন

অফিস সময়ে

১০

মৎস্য সম্পদ সংরক্ষণ ও উন্নয়নের মাধ্যমে কর্মসংস্থান ও দারিদ্র বিমোচনে সহায়তা প্রদান।

মৎস্য চাষী/উদ্যোক্তা  /জনগন

অফিস সময়ে

১১

সরকারী/আধাসরকারী/প্রাতিষ্ঠানিক জলাশয়/

প­াবনভূমিতে মাছের পোনা অবমুক্তির মাধ্যমে কর্মসংস্থান ও দারিদ্র বিমোচনে সহায়তা সেবা প্রদান।

মৎস্য চাষী/উদ্যোক্তা /জনগন

অফিস সময়ে

১২

জনস্বার্থে প্রয়োজনীয় অন্যান্য যে কোন সেবা প্রদান।

মৎস চাষী/উদ্যোক্তা /জনগন

অফিস সময়ে